কতটা ত্যাগ,অত্যাচার,আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তা এই বিরল ছবি গুলো দেখলে এর বাস্তবতা হলেও বুঝতে পারবেন
ইতিহাস জানুন, তরুন প্রজন্ম কে জানান।
শেয়ার করুন।
|
একজন বিরঙ্গনা আমার মা ,বোন! আমার স্বাধীনতা |
|
১৯৭১ এর কিশোর মুক্তিযোদ্ধা ১৩ বছর বয়সী শহীদুল ইসলাম লালু | | |
|
দূঃখিত কোন ক্যাপশন দিতে পারলাম না 😥 | |
|
বাংলার প্রথম পতাকা তৈরির কারিগর "শিবনারায়ন দাস" | | | | |
|
মায়াভরা মুখটা দেখলে পাষণ্ড হৃদয় কেঁপে উঠবে পাথর ও গলে যাবে | | | | | | |
|
|
একজন মা😥 |
|
মাকে হাত ছাড়া যায়না |
|
সম্ভ্রম হারান মা বোন, এখনো ঢূঁকরে কাঁদছি |
|
নদীতে যেমন ময়লা ভেসে আসে তেমনি লাশ ভেসে আসছে |
|
লবন হৃদ শরনার্থী শিবির |
|
চোখে আতংক আর অসহায় |
|
জননী জন্মভমিস্ব সর্বাদপি গরিয়শী |
একজন বৃদ্ধার চাহনি।হয়তো ছেলে ফিরে আসার পথ চেয়ে আছে।
|
হতাশা ,ভয় |
আশ্রয় শিবির,প্রাণ বাঁচানোর আকুল চেষ্টা
|
বসতবাড়ি আর স্বজন হারনোর কান্না |
|
মাথার উপরে আকাশ- শরণার্থী শিবির |
|
উনারা হয়তো পেটে খুদা নিয়েই মারা গেছে। 😢 |
|
ছবি কথা বলে |
|
ছবিই বলে দেয় দিন গুলো কেমন ছিলো |
|
অসহায় |
মেয়েদের কারও লাশের স্তন পাইনি, যোনিপথ ক্ষত-বিক্ষত এবং পিছনের মাংস কাটা
দেখেছি। মেয়েদের লাশ দেখে মনে হয়েছে - তাদের হত্যা করার পূর্বে স্তন
জোরপূর্বক টেনে ছিঁড়ে নেয়া হয়েছে, যোনিপথে বন্দুকের নল বা লোহার রড
ঢুকিয়ে দেয়া হয়েছে"/
- ঢাকা পৌরসভার ছন্নুডোম, ২৯ মার্চের অভিজ্ঞতা বর্ননার অংশবিশেষ!
কোনো কোনো মেয়েকে পাকসেনারা এক রাতে ৮০ বারও ধর্ষণ করেছে।"
-সুসান ব্রাউনি মিলার (এগেইনেস্ট আওয়ার উইল: ম্যান, উইম্যান এন্ড রেপঃ ৮৩)
তথ্যসূত্রঃ-
১)
মুক্তিযুদ্ধের দলিলপত্র
২)
বীরাঙ্গনা ১৯৭১
('৭১ এ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার জ্বলন্ত দলিল চিত্র)
2 মন্তব্যসমূহ
চোখ জলে ভরে গেল
উত্তরমুছুনরক্ত টগবগিয়ে উঠলো
উত্তরমুছুনসেই সাথে একটা বুকফাটা কষ্ট।
আমার মা বোনদের সাথে কিই না করেছে সেই কুত্তা,হায়েনাগুলো।
হাতের কাছে পেলে পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি দিতে ইচ্ছে করছে