সারা পৃথিবীর অমিমাংশিত রহস্য সমূহ যা এখনও সমাধান হয়নি।

আমাদের এই পৃথিবী খুবই রহস্যময়।আর এই রহস্যের ধাঁধা থেকে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি কিছু রহস্যের কুলকিনারা করতে পারলেও বেশী ভাগ রহস্য এখনও ধোঁয়াশা এবং আজানাই রয়ে গেছে।
তাই আমরা এই প্রকৃতির বিচিত্র খেলার অমিমাংশিত  রহস্য গুলো সম্পর্কে বিশদ ধারণা দিতে চেষ্টা করবো।

এই মহাবিশ্বের রহস্যের শেষ নেই তবুও আমরা চেষ্টা করেছি সকল ঘটনা গুলো একত্র করার জন্যে।
এই পাতায় ঘটনা গুলোর লিষ্ট এবং সংক্ষিপ্ত ধারণা দিয়ে যাবো।
এবং প্রতিটা ঘটনার আলাদা পাতা থাকবে যা থেকে বিস্তারিত জানতে পারবেন।

সারা পৃথিবীর অমিমাংশিত রহস্য সমূহ যা এখনও সমাধান হয়নি।

1. Giza Pyramid & Sphinx - Egypt
গিজার পিরামিডের মহান স্ফিংস
Image by <a href="https://pixabay.com/users/TheDigitalArtist-202249/?utm_source=link-attribution&amp;utm_medium=referral&amp;utm_campaign=image&amp;utm_content=2116041">Pete Linforth</a> from <a href="https://pixabay.com/?utm_source=link-attribution&amp;utm_medium=referral&amp;utm_campaign=image&amp;utm_content=2116041">Pixabay</a>
Image by Pete Linforth from Pixabay
হাজার বছর ধরে দাড়িয়ে থাকা এই পিরামিড যা নিয়ে কৌতূহলের শেষ নেই। তার মধ্যে স্ফিংক্স মানে পিরামিডের সামনে মানব আকৃতির মাথার স্তম্ভ যা আরও কৌতূহলের জন্ম দেয়? এটা সিংহের মাথা না মানুষের মাথা সেটা নিয়েও আছে নানা মত বেধ। স্ফিংক্স গ্রিক শব্দ যার অর্থ স্বাসরোধকারী।  একটা গল্পের প্রচল ঘটায় এই নামকরা করা হয়েছিল৷
পথচারীদের দেখলেই নাকি স্ফিংক্স একটা ধাঁধা জিঙ্গেস করতো। যে উত্তর দিতে না পারতো তাকে সে গলা টিপে মেরে ফেলতো।

2. The grave of Genghis Khan
চেঙ্গিস খানের কবর
Image by Jonas KIM from Pixabay
ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান চেঙ্গিস খান। তার মৃত দেহ ফিরিয়ে আনা হয় মঙ্গলিয়াতে। মঙ্গলিয়রা তাকে এক অঙ্গাত স্থানে কবর দেয়। বিখ্যাত চেঙ্গিস খানের ইতিহাস এখানে শেষ হলেও ঠিক এখান থেকেই চমকপ্রদ রহস্য শুরু হয়।চেঙ্গিস খানের সমাধি ছিলো অর্ধ পৃথিবীর ধন সম্পদে ঠাসা। তাই যুগে যুগে  মানুষ এই সমাধি খুঁজেছে।
পৃথিবীর ইতিহাসে বড় লুটেরা ছিলো চেঙ্গিস খান। তার ২০ বছরের শাসন আমলে পুরো এশিয়া এবং ইউরোপের কিছু অংশ জয় করে।
ধারণা করা হয় তার পুরো জিবনে যত ধন সম্পত্তি অর্জন করেছেন তার বেশির ভাগই সমাধির সাথে রেখে দেওয়া আছে। জয় করা ৭৮ জন রাজার মুকুট সেখানেই আছে বলে অনেকে বলে থাকে।
ইতিহাস বলে চেঙ্গিস খান মৃতের আগেই তার সমাধির জায়গা   পছন্দ করে রেখেছেন।
কিন্তু অশ্চর্যের বিষয় এখনও কেউ তার সমাধি খুজে পায় নি।
বলা হয়ে থাকে এটা মঙ্গলিয় একটা অভিশাপ দিয়ে জায়গাটা বেধে দেওয়া হয় যাতে কেউ তার সমাধি খুঁজে না পায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ